ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, সেপ্টেম্বর ১৬, ২০১৫
সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও জামায়াতের রুকন নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বাড়ি জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে খানপুরে নাশকতার ঘটনায় মামলা রয়েছে। এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।