ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ময়মনসিংহবাসীর হৃদয়ের ভাষা বুঝেছেন শেখ হাসিনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
‘ময়মনসিংহবাসীর হৃদয়ের ভাষা বুঝেছেন শেখ হাসিনা’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহবাসীর হৃদয়ের ভাষা বুঝেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ কারণেই তিনি ময়মনসিংহকে বিভাগে উন্নীত করেছেন বলে মন্তব্য করেছেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহিত উর রহমান শান্ত।



বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

শান্ত বলেন, সাবেক প্রধানমন্ত্রী ময়মনসিংহে এসে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি।

তিনি আরো বলেন, ময়মনসিংহকে বিভাগ করে এ অঞ্চলের মানুষকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ ৠালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান খান মিল্কী, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, স্বপন সরকার, আহসান মোহাম্মদ আজাদ, জেলা শ্রমিক লীগ নেতা আফতাব উদ্দিন, আওলাদ হোসেন, জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, শাহারিয়ার মোহাম্মদ রাহাদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন, এ জি মিন্টু, জেলা ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।