ঢাকা: বাংলাদেশে বর্তমানে দুর্নীতির পাহাড় জমেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে মাও সেতুংয়ের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর বলেন, বৈষম্য আর দুর্নীতির মাধ্যমে অনেকেই অর্থ সম্পদের পাহাড় গড়েছেন। কেউ কেউ বিদেশে দ্বিতীয় বাড়িও তৈরি করেছেন। ৭১ সালে যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনা এখনও বাস্তবায়ন হয়নি।
মাও সেতুং সম্পর্কে তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের আড়াই হাজার বছরের সম্পর্ক। আমরা চাই, সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাক। মাও সেতুং গণজাগরণ ঘটিয়ে যেভাবে চীনকে প্রতিষ্ঠা করেছেন, সেই বৈপ্লবিক চেতনা আমাদের দেশেও বজায় থাকুক।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল কাদের ভুঁইয়া ও জাতীয় পার্টির সেক্রেটারি মোস্তফা জামাল হায়দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এজেডকে/এসএস