ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

টাঙ্গাইলের ঘটনায় মহিলা দলের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, সেপ্টেম্বর ২০, ২০১৫
টাঙ্গাইলের ঘটনায় মহিলা দলের প্রতিবাদ ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাঙ্গাইলে ছেলের সামনে মায়ের শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে, তিনজন নিহত ও অর্ধ শতাধিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, বর্তমান সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে রাজনৈতিক নেতা, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থায় মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। এতে বিশ্ব দরবারে স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঙালি জাতি প্রতিনিয়ত অবমূল্যায়িত হচ্ছে।

অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পুলিশসহ ওই নারীর উপর নির্যাতনকারী দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেলিমা রহমান।

আয়োজক সংগঠনের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, সিনিয়র সহ-সভাপতি বেগম রাবেয়া সিরাজ, সহ-সভাপতি নুরজাহান মাহবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
জেডএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।