ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দেশের চেহারা বদলাতে জেল-জুলুম সহ্য করি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, সেপ্টেম্বর ২১, ২০১৫
দেশের চেহারা বদলাতে জেল-জুলুম সহ্য করি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমরা যে জেল খাটি, জুলুম সহ্য করি, কি জন্য করি? দেশের চেহারা বদলানোর জন্য করি।

সোমবার (২১ সেপ্টেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিরতণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, আল্লাহর রহমতে গত সাড়ে ছয় বছরে শেখ হাসিনার প্রচেষ্টায় আমরা দেশটাকে এমন এক জায়গায় নিয়ে গেছি যে, আমরা ভিজিএফ না দিলেও কোনো মানুষ ভাত না খেয়ে থাকতেন না। এই দিনগুলি দেখার জন্যই আমরা রাজনীতি করি।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করে আমরা দেশের মানুষকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি ও লেখাপড়া করাচ্ছি। গরিব দেশ থেকে নিম্ন মধ্যবিত্তের দেশে রূপান্তরিত হয়েছি। আগামীতে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত হব।

তিনি বিকেল থেকে রাত পর্যন্ত বাঘবেড়, রাজনগর, নন্নী ও পোড়াগাঁও ৪টি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন।

এ সময় শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) এএম পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ মোল্লা, শেরপুরের পৌর মেয়র হুমায়ন কবীর রুমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার, কৃষক প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।