ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ফুলবাড়িয়ায় শ্রমিক লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, সেপ্টেম্বর ২২, ২০১৫
ফুলবাড়িয়ায় শ্রমিক লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা শ্রমিক লীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলম এশিয়া বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা শ্রমিক লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন মনির। সম্প্রতি শ্রমিক লীগ নেতা উজ্জ্বল তাকে হটিয়ে উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটি নিয়ে আসেন।

আর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম দু’দিন আগে অটোটেম্পো, ইজিবাইক-সিএনজি মালিক সমিতির আহ্বায়ক হয়ে মনিরের সঙ্গে গাঁটছড়া বাধেন।

মঙ্গলবার দুপুরে তারা স্থানীয় আলম এশিয়া বাসস্ট্যান্ডের সামনে জড়ো হলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

এর মধ্যে শ্রমিক লীগ নেতা মনির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, আনোয়ার, আমজাদ, জোনায়েদ ও রিজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, উপজেলা শ্রমিক লীগের কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।