ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৪৪ ভঙ্গ করে কাদের সিদ্দিকীর সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
১৪৪ ভঙ্গ করে কাদের সিদ্দিকীর সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।


 
ছেলের সামনে মায়ের সম্ভ্রমহানির ঘটনার জের ধরে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে চার জন নিহতের প্রতিবাদে শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  
 
কাদের সিদ্দিকী বলেন, যে দেশে পাখি হত্যা করা নিষেধ সেই দেশের কালিহাতীতে পাখির মতো গুলি করে সাধারণ মানুষ হত্যা করা হয়েছে। আর এর মদদ দিচ্ছে উপজেলা আওয়ামী লীগের নেতারা।  
 
তিনি বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ছেলের সামনে মাকে সম্ভ্রমহানির ঘটনায় প্রতিবাদ কারীদের বিপক্ষে গিয়ে উল্টো নির্যাতনকারীদের পক্ষে কাজ করে যাচ্ছেন। এর পরিণাম ভাল হবে না।
 
তিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাবধান করে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নিজে এসে যেন সরেজমিনে কালিহাতীর পরিস্থিতি দেখে যান। তাহলেই তিনি বুঝবেন তার অনুসারীরা কার পক্ষ নিয়েছে।  
 
তিনি পুলিশের সমালোচনা করে বলেন, পুলিশ আজ নিরীহ জনগণকে গুলি করে হত্যা করে উল্টো জনগণের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে। এটা ঠিক নয়। মামলা যদি করতেই হয় তাহলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামে মামলা করেন। তাহলেই বুঝব পুলিশ জনগণের পক্ষে এবং মা-ছেলে নির্যাতন কারীদের বিপক্ষে।
 
সমাবেশে আরো বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।
 
এদিকে, কৃষক শ্রমিক জনতা লীগের সমাবেশ ভঙ্গ করতে সমাবেশ স্থলের ১০০ গজ দূরেই ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করে। পরে, কৃষক শ্রমিক জনতা লীগের সমাবেশ শেষ হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
 
কালিহাতীতে ১৮ সেপ্টেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও আহতদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগ শুক্রবার বিকেল ৩টায় সমাবেশের ডাক দেয়। একই সময় একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার পাল্টা সমাবেশের ডাক দেয়। এতে কালিহাতী বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকা ও ঘাটাইলের হামিদপুর বাজারসহ এর আশপাশের এলাকায় ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
 
** কালিহাতী-ঘাটাইলে ১৪৪ ধারা

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫/আপডেটেড: ২১২৪   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।