ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্যকে দুর্ভাগ্যজনক বললো জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
প্রধানমন্ত্রীর বক্তব্যকে দুর্ভাগ্যজনক বললো জামায়াত

ঢাকা: দুই বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে জামায়াত।
 
রোববার (৪ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেন।


 
বিবৃতিতে তিনি বলেন, বিদেশি নাগরিকদের জানমাল রক্ষার দায়িত্ব পালনে সরকারের নজিরবিহীন ব্যর্থতা ঢাকা দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের হাত রয়েছে বলে বক্তব্য দিয়েছেন; যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
 
ডা. শফিকুর রহমান বলেন, গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই বিদেশি নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের হাত রয়েছে মর্মে প্রধানমন্ত্রী যে ‘অসত্য’ বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 
তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক হত্যার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। তাদের উচিত ছিল বিদেশি নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করা। অথচ লোক দেখানো কিছু তৎপরতা গ্রহণ ছাড়া কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মাত্র পাঁচ দিনের মাথায় আবার জাপানি এক নাগরিককে হত্যা করা হলো।
 
দেশ ও জাতির স্বার্থে কারও ওপর দোষ না চাপিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে প্রধানমন্ত্রী কঠোর শাস্তির ব্যবস্থা করবেন বলে আশা প্রকাশ করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।
 
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।