ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

প্রধানমন্ত্রীকে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের অভিনন্দন

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, অক্টোবর ৪, ২০১৫
প্রধানমন্ত্রীকে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সবোর্চ্চ সম্মান ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

রোববার (৪ অক্টোবর) বেলা ১টায় ছাত্রলীগ কর্মীরা ব্যানার নিয়ে ও জয় বাংলা স্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ মিছিল শুরু করে।



পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে আনন্দ মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ পুরস্কার অর্জন দেশ ও জাতির উন্নয়নকে আরও বেগবান করবে।


বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।