ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সময় হলে সরকার থেকে বেরিয়ে যাবে জাপা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
সময় হলে সরকার থেকে বেরিয়ে যাবে জাপা ছবি: দিপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সময় হলেই জাতীয় পার্টি মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।



এরশাদ বলেন, এখনও সময় হয়নি, আর সময় হলেই জাতীয় পার্টি মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসবে। যথাসময়ে আমিও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করবো। সত্যিকারের বিরোধীদল হতে গেলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে।

দেশে আইএস নেই দাবি করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদে বিশ্বাস করে না।

জাপা চেয়ারম্যান বলেন, বিচারহীনতার কারণে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এখানে বিদেশি নাগরিকেরও নিরাপত্তা নেই। এই দেশে মায়ের পেটেও শিশুরা নিরাপদ নয়। এই সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি জড়িত আছে কিনা এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন,  ইতালি এবং জাপানের নাগরিক নিহতের ঘটনায় বিএনপি জড়িত আছে বলে সরকারি দলের লোকজন সন্দেহ প্রকাশ করেছেন। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না।

আইন-শৃঙ্খলার বিষয়ে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করুন। চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করুন। সাধারণ মানুষকে স্বস্তি দিন। অন্যথায় গণতন্ত্র কাগজের পাতায় থাকবে, বাস্তবে নয়।

এরশাদ বলেন, শুধু দেশের মানুষই নয়, আজ বিদেশিরাও দেশে নিরাপদ নয়। নিরাপত্তার শঙ্কায় বিদেশি গার্মেন্টস ব্যবসায়ীরাও দেশে আসতে ভয় পাচ্ছে। দেশে চলছে সুশাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি।

বর্তমান সরকারের আমলে প্রশাসনের ব্যাপক দলীয়করণ হচ্ছে দাবি করে সরকারের প্রতি তা বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, প্রশাসনে দলীয়করণ বন্ধ করুন। প্রশাসনের দলীয়করণের কারণেই এ ধরনের ঘ্টনা ঘটছে।

মেডিকেল ভর্তিতে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে এরশাদ বলেন, নকল করে কেউ ডাক্তার হবে, এটা কাম্য নয়। তাই আবার পরীক্ষা হলে ভালো ছাত্ররা ভর্তি হওয়ার সুযোগ পাবে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

** মায়ের পেটেও শিশুরা নিরাপদে নেই, দাবি এরশাদের

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআই/জেডএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।