ঢাকা: জাতিসংঘের পরিবেশ বিষয়ক চ্যাম্পিয়ন অব দি আর্থ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়ায় বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই দুই পুরস্কার দেশের জনগণকে উৎসর্গ করেন। একই সঙ্গে তাকে সংবর্ধনা দেয়ার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান।
পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য অংশগ্রহণকারী শিশু সহ সংশ্লিষ্ট সকলকে এবং আগত অতিথিদের ধন্যবাদ জানান তিনি।
সোমবার (অক্টোবর ০৫) বিকেল সাড়ে চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনদের বক্তৃতার পাশাপাশি ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে শিশু কিশোরদের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরআই
** সংসদ ভবনে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা শুরু