ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ৩ ছাত্রদলকর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ৩ ছাত্রদলকর্মী আহত

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিজদলের কর্মীদের হাতে আহত হয়েছেন তিন ছাত্রদল কর্মী।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১টার দিকে পৌর শহরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।



হামলায় আহতরা হলেন- মূলধারা গ্রুপের নেতা বোরহান উদ্দিন, আনোয়ার হোসেন লিটন ও আলমাস আহমদ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়- অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল সমর্থক ছাত্রদলের মূলধারা গ্রুপের নেতাকর্মীদের ওপর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিসবাহ গ্রুপের ক্যাডাররা এ হামলা চালায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বাংলানিউজকে  জানান, নিজ দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।