ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে শিশুসহ বিএনপির ৬৫ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
নোয়াখালীতে শিশুসহ বিএনপির ৬৫ নেতাকর্মী কারাগারে ছবি: প্রতীকী

নোয়াখালী: চলতি বছরের জানুয়ারি মাসে হরতাল-অবরোধ চলাকালীন নোয়াখালীর চৌমুহনীতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ১১ বছরের শিশু সাগরসহ ৬৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর বিচারিক ম্যাজিস্টেট-৩ (বেগমগঞ্জ) এর আমলী আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা।



এরপর মামলার শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হক আসামিদের প্রত্যেককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তবে ১১ বছরের শিশু সাগরের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছে।

আদালত সূত্র বাংলানিউজকে জানায়, আত্মসমর্পণ করা আসামিরা যুবদল সমর্থিত মহিন উদ্দিন বাবুর্চি ও ছেরাজুল হক রুবেল হত্যা, পুলিশের ওপর হামলা এবং বিশেষ ক্ষমতা আইনে বেগমগঞ্জ থানা পুলিশের দায়ের করা মামলার চার্জশিটভূক্ত আসামি।

দীর্ঘদিন পর মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত প্রত্যেক আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নির্দেশ মতে বিকেলের মধ্যে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলানিউজকে জানান, আত্মসমর্পণকরা আসামিরা জিআর ৩৫ নম্বর মামলার চার্জশিটভূক্ত আসামি।

চলতি বছরের ৭ জানুয়ারি (বুধবার) নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে হরতাল-অবরোধ চলাকালীন বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে পুলিশের গুলিতে যুবদল সমর্থিত মহিন উদ্দিন বাচুর্চি (২৮) ও ছেরাজল হক রুবেল (৩২) নামে দুই জন নিহত হন।

এ ঘটনায় হত্যা, পুলিশের ওপর আক্রমণ এবং বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাসকে প্রধান আসামি করে বিএনপির ২১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩ থেকে সাড়ে ৩ হাজার ব্যক্তিকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।