গাইবান্ধা: শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার(৬ অক্টোবর) বিকেল থেকে সুন্দরগঞ্জ পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে পৌর নাগরিক সংগ্রম পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা এ কর্মসূচি শুরু করেছেন।
গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামাণিক।
এসময় বক্তব্য রাখেন- পৌর মেয়র ও সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, পৌর নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার মিন্টু, সিনিয়র সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি গোলাম কবির মুকুল ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে মঞ্জরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিল ও দল থেকে বহিষ্কারসহ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত দেড় হাজার মানুষ স্বাক্ষর করেছেন বলে বাংলানিউজকে জানান পৌর নাগরিক সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাসুদউল ইসলাম চঞ্চল।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
পিসি