ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-ধর্মঘট

বগুড়া: বিভিন্ন দাবিতে বগুড়ায় ধর্মঘট, মিছিল এবং সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।

লাগাতার প্রশ্ন ফাঁস বন্ধ, ফাঁস হওয়া প্রশ্নে নেওয়া মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচারের দাবিতে বুধবার (৭ অক্টোবর) দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়।



কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে শহরের সাতমাথা এলাকায় মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের সাতমাথায় মিলিত হয়।

পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। প্রগতিশীল ছাত্র জোট জেলার সমন্বয়ক ছাত্র নেতা কিবরিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জোট নেতা শ্যামল বর্মন, রাধা রানী, নাদিম মাহমুদ, শাওন পাল, সাদ্দাম হোসেন, শীতল সাহা, বনানী রায় ববি, নওসীন মুসতারি সাথী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।