ঢাকা: দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে জড়িতরা সরকারের মদদে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বুধবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবে তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ।
নোমান বলেন, ‘বিদেশি নাগরিকদের হত্যার ঘটনায় জড়িতদের ধরার সাহস সরকারের প্রশাসন ও সংশ্লিষ্টদের নেই। এই খুনিরা সরকারের মদদেই আছে। ’
সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
নোমান বলেন, এ কারণে দেশে লুটপাট, নির্যাতন ও অত্যাচার ব্যাপক বেড়েছে। এসব ঘটনায় বিএনপি আন্দোলনে না গেলেও জনগণ ঘরে বসে থাকবে না। পরিস্থিতির প্রয়োজনে তারা রাস্তায় নেমে পড়বে।
‘সরকারের এই দুঃশাসন আর নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন হবেই,’ যোগ করেন এই বিএনপি নেতা।
আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবীব, বিএনপি নেতা হুমায়ুন ইসলাম খান, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএ/এমএ