ঢাকা: ষড়যন্ত্র করে দেশের অগ্রগতিতে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার (০৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণচীনের ৬৬তম প্রতিষ্ঠাবার্কী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি বন্ধুরা পাশে থাকলে কোনো ষড়যন্ত্র করে দেশের অগ্রগতিতে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। বাংলাদেশ এগিয়ে যাবেই। ’
চীনের অর্থনৈতিক উত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা বিশ্বে যখন অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল তখন গণচীনের এক নীতি তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়েছে।
সমাজতান্ত্রিক নেতৃত্বের কারণে চীন একটি মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন নাসিম।
বিদেশি নাগরিক হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খুনিদের সঙ্গে কোনো আপোষ হবে না, অতীতেও কখনও হয়নি আর ভবিষ্যতে হবে না। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ’
সভার বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিদেশী প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি চলবে না। চীনের মতো নিজেদের শক্তি ও সমাজতান্ত্রিক ব্যবস্থায় এগিয়ে যেতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক প্রধান দিলীপ বড়ুয়া।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এনএ/এসএ/এমএ