ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমরেড গোলজারের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
কমরেড গোলজারের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা কমিটির সদস্য ও জাতীয় কৃষক সমিতির জেলা কমিটির সহ-সভাপতি কমরেড গোলজার হোসেনের মৃত্যুতে পার্টির পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) এক বিবৃতিতে পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শোক প্রকাশ করেন।

 

তারা বলেন, কমরেড গোলজার হোসেন আলম সরদার ছিলেন প্রথিতযশা কৃষক আন্দোলনের সংগ্রামের নিবেদিত নেতা। বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। কৃষক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল-জুলুম পুলিশি নির্যাতন ছিল তার নিত্যসঙ্গী।

মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা আরও বলেন, কমরেড গোলজার হোসেনের এই অকার মৃত্যু শুধু রাজবাড়ী জেলা নয়; সারাদেশে পার্টির সংগ্রাম আন্দোলন ক্ষতিগ্রস্ত হলো।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে জেলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।