ঢাকা: দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের ঘটনা আগেও ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াতের অতীত ইতিহাস ও ঘটনার প্রেক্ষাপট প্রমাণ করে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তাদের ইতিহাস জঙ্গিবাদ ও সন্তাসের ইতিহাস। এটি তাদের চক্রান্তের ফসল। এর আগেও বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টি করেছিল। সেখানে তারা সফল হতে পারেনি বলে তারা নতুন পন্থা অবলম্বন করেছে।
তথ্যমন্ত্রী বলেন,আগুনসন্ত্রাসে গ্রেফতার হওয়া ৬৭/৬৮ জনের মধ্যে ৭/৮ জন বাদ দিলে বাকিরা বিএনপি-জামায়াতের।
ইনু বলেন, হয় জেএমবি, জামায়াত না হয় বিএনপি এ কাজ করেছে। আমি মনে করি এ চক্রান্ত বিএনপি-জামায়াতের।
তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ সন্ত্রাস দীর্ঘদিন ধরে চলছে। এ তৎপরতা দূর করতে বর্তমান সরকার চমৎকার কাজ করছে। দীর্ঘদিন জামায়াতি তৎপরতা চলছে। আগুনসন্ত্রাস পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। প্রশাসন তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএমএ/বিএস/পিসি