ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনে তরুণদের বেশি মনোনয়নের প্রত্যাশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
আগামী নির্বাচনে তরুণদের বেশি মনোনয়নের প্রত্যাশা ছবি: সোহাগ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২৬-৩০ বছরের সৎ, যোগ্য ও মেধাবী তরুণ-তরুণীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে পাঠানোর প্রত্যাশার কথা জানিয়েছে নাগরিক উন্মুক্ত ফোরাম সংগঠন।

সংগঠনটির মাসিক গোলটেবিল বৈঠক-৩ এ বক্তারা এ অভিপ্রায় ব্যক্ত করেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডির বিলিয়া কার্যালয়ে ‘প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক বিকাশে রাষ্ট্রের ভূমিকা এবং করণীয়’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট জিয়াউর রহমানের সঞ্চলনায় এতে অংশ নেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, প্রফেসর আসিফ আরমান, মাহবুব হোসেন, সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী চৌধুরী আব্দুল্লাহ কাসিদ, শিল্পী মকবুল ফিদা হুসেইন, অ্যাডভোকেট সাকিব আলী প্রমুখ।

বক্তারা জানান, নাগরিক উন্মুক্ত ফোরামের কাজ হলো; সমমনা ব্যক্তিদের একত্রিত করে তাদের পক্ষে জনমত তৈরি করে আওয়ামী লীগ, বিএনপির সঙ্গে প্যারালাল হিসেবে দাঁড় করিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়ে আসা। আর এ জন্য করণীয় নির্ধারণ করতে তারা এমন বৈঠকে মিলিত হন।

প্রধান অতিথির আলোচনায় মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহীম বলেন, আমার ক্ষমতা থাকলে আলাদাভাবে যুব সংসদ করতাম। কিন্তু সেটি সম্ভব নয়।

তিনি বলেন, এখন আমাদের ২৫-৩০ বছরের সৎ, যোগ্য ও মেধাবী তরুণদের আগামী নির্বাচনে দাঁড় করিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। ১০ জন সংসদ সদস্যও যদি একসঙ্গে বলে- ওমুক ব্যাংকের দুর্নীতির অভিযোগ কেন আমলে নেওয়া হবে না, তাতেই তো অনেক।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।