ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান শিল্পমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান শিল্পমন্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: রাজনৈতিক মত পার্থক্য ভুলে উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার (১১ অক্টোবর) বিকেলে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান।



মন্ত্রী বলেন, পদ্মা সেতুর নির্মাণ ও পায়রা বন্দর চালু হলে ঝালকাঠি-বরিশাল-পটুয়াখালী-বরগুনাসহ দক্ষিণাঞ্চল হবে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। আর তখন এ অঞ্চলের যুবকদের চাকরির জন্য আর কারও পেছনে ঘুরতে হবে না। চাকরি তাদের পেছনে ঘুরবে।

আমির হোসেন বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছিলাম বলেই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সম্ভাবনাময় রাষ্ট্রকে আফগানিস্তান-ইরাক বানাতে চায় দুই একটি রাজনৈতিক দল। সবাই মিলে যদি তাদের মোকাবেলা না করি, তাহলে ভবিষ্যৎ সন্তানরা এদশে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না।

জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসূলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পণির, ঝালকাঠি পৌর সভার মেয়র আফজাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুউদ্দিন হাওলাদার, সৌরাংশু বিমল গুহ রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিকে মোস্তাফিজুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল ও সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মল্লিক মুহাম্মদ নাসির উদ্দিন কবির।

এ সময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শরীফ মো. সানাউল হক, জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু শামীম আজাদ, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তার বাবা মরহুম মোয়াজ্জেম হোসেনের নামে আইনজীবীদের জন্য একটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এর আগে মন্ত্রী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর আয়োজিত জাতীয় স্যানিটেশন মাসের কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।