ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘অভিযুক্তদের ছাত্রলীগের কমিটিতে রাখা হবে না’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
‘অভিযুক্তদের ছাত্রলীগের কমিটিতে রাখা হবে না’

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাত্রলীগের কমিটিতে রাখা হবে না বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।



সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযুক্ত কাউকেই প‍ূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে না।

সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি বলেন, কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এগুলো বিলুপ্ত করা হয়েছে অন্য কোনো কারণ নেই।

এসময় ছাত্রলীগের মধ্যে কোনো অন্তর্কোন্দল নেই বলেও দাবি করেন তিনি।

গত  ৫ অক্টোবর থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সেলে জীবন বৃত্তান্ত সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সংগ্রহের শেষ দিন। ইতোমধ্যে বিপুল সংখ্যক পদপ্রত্যাশী তাদের সিভি জমা দিয়েছেন বলে ছাত্রলীগের দফতর সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএ/বিএস

** শিক্ষার্থীবান্ধব ১৯ দফা দাবি ঢাবি ছাত্রলীগের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।