ঢাকা: সরকারের কর্তাব্যক্তিদের বক্তব্য থেকে অতি আবেগ পরিহার করে সংযত হওয়ার পরামর্শ দিয়েছে ইসলামী ঐক্যজোট।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এক বিবৃতিতে এ পরামর্শ দেন।
তারা বলেন, মারামারি, হানাহানি সন্ত্রাস ইত্যাদি দমন করার জন্য সামগ্রিকভাবে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
জাতীয় ঐক্য তৈরি করতে হবে এমন মন্তব্য করে নেজামী-ফয়জুল্লাহ বলেন, সরকারকে তাদের বক্তব্যে অতি আবেগ পরিহার করে সংযত হতে হবে। রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতার সঙ্গে সত্যিকারের রাজনৈতিক অঙ্গীকার থাকতেও হবে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আইএ