ঢাকা: আসছে ডিসেম্বরের ২৬-২৭ তারিখ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় সম্মেলন। এতে নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
গঠনতন্ত্রের ১১ এর (খ) অনুচ্ছেদ অনুযায়ী, দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরি সভাপতি পর পর একাধিক মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন না।
এ নিয়ম অনুযায়ী দলটির সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া ও কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল স্ব স্ব পদে থাকতে পারবেন না।
এ বিষয়ে দলের ভেতরে ও বাইরে নানা গুঞ্জন চলছে। কারা আসছে নতুন নেতৃত্বে এমন কৌতুহলও আছে নেতা-কর্মীদের মাঝে।
এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বাংলানিউজকে বলেন, আমাদের জাতীয় কাউন্সিল দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ও সর্বময় অধিকারি সংস্থা। তারা ঘোষণাপত্র ও গঠনতন্ত্র পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও পরিমার্জনের ক্ষমতা রাখে। পরিবর্তন হবে, না চলতি নেতৃত্বই থাকবে সেটাও তাদের হাতে।
এদিকে, ৩ অক্টোবর জাসদের কার্যকরি কমিটির সাধারণ সভায় ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধনী বিষয়ক ৯ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ থেকে অনুমান করা যায়, গঠনতন্ত্র পরিবর্তন করে চলমান নেতৃত্বই বহাল থাকবে। কারণ এর আগে জেলা কমিটির ক্ষেত্রে এমনটাই করা হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান এমপি বাংলানিউজকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তো নেতৃত্বে পরিবর্তন আসারই কথা। পরিবর্তন হবে কি হবে না, এটা আলাপ-আলোচনার পর্যায়ে আছে। এখনও কোনো কিছু পরিষ্কার বলা যাচ্ছে না।
দলের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে জানিয়েছে, জাসদের কিছু নেতা চাইছেন নতুন মুখ। এতে তিনজন একবারে না হলেও অন্তত দুজনের পরিবর্তন চান তারা।
এ বিষয়টি পরিষ্কার হয় দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার বাংলানিউজকে দেওয়া এক বক্তব্যে।
তিনি বলেন, এখনও কিছুই পরিষ্কার নয়। এমনও হতে পারে যে, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নয়, বর্তমানরাই থাকবেন। তবে রদবদল হবে। যেমন সভাপতি সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক সভাপতি।
জাসদের কেন্দ্রীয় সম্মেলন করতে হলে অন্তত ৯০ শতাংশ জেলা সম্মেলন শেষ করতে হবে। মাত্র ১৮টি জেলার সম্মেলন হয়েছে। বাকি আরও ৪৭টি। এসব জেলার সম্মেলন ডিসেম্বরের ৭ তারিখের মধ্যে করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব জেলার সম্মেলন শেষ হলে কেন্দ্রীয় সম্মেলন হবে।
এর আগে সম্মেলনের তারিখ দিয়ে পরিবর্তন করা হয়েছে। তবে এবার পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণ সবাই চায়, সম্মেলন হয়ে যাক, জানালেন সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ফেরত এবং সমাজতান্ত্রিক মানসিকতার রাজনৈতিক কর্মীদের দিয়ে দলটি গঠিত হয়।
মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের কমান্ডার আবদুল জলিল-কে সভাপতি এবং ডাকসু ভিপি আ. স. ম. আবদুর রবকে সাধারণ সম্পাদক করে ১৯৭২ সালে গঠিত হয় জাসদ। বর্তমানে হাসানুল হক ইনু-শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বে দলটি মহাজোট সরকারের অংশীদার।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসইউজে/জেডএম