ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমপি লিটনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমপি লিটনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: শিশু সৌরভকে গুলি করার ঘটনায় অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়।



এর আগে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার আত্মীয়ের বাসা থেকে এমপি লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে তাকে নিয়ে গাইবান্ধায় পৌঁছায় ডিবি পুলিশের একটি দল। এর পর বেলা সাড়ে এগারোটার দিকে তাকে আদালতে নেয়া হয়। এমপি লিটনের শুনানিকে কেন্দ্র করে গাইবান্ধার আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এমপি লিটনের সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় এমপি লিটনের পক্ষের ১৫ সমর্থক আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
 
উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হন স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)।

পরদিন আহত সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
 
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরআই

** এমপি লিটনকে আদালতে হাজির
** এমপি লিটন গাইবান্ধা ডিবি কার্যালয়ে
** এমপি লিটন গ্রেফতার
** এমপি লিটন গাইবান্ধার পথে
** বৃহস্পতিবার গাইবান্ধা আদালতে নেওয়া হবে এমপি লিটনকে
** এমপি লিটনকে গ্রেফতারে স্পিকারের অনুমতির প্রয়োজন নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।