ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন গণতন্ত্রকে দুর্বল করবে’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
‘দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন গণতন্ত্রকে দুর্বল করবে’ জেবেল রহমান গাণি

ঢাকা: দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন গণতন্ত্রকে দুর্বল করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বারিধারায় তার বাসভবনে পার্টির বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন গাণি।

এ সময় তিনি এ মন্তব্য করেন।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ন্যাপ নরসিংদী জেলা আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর সমন্বয়ক আবদুল হালিম, টাঙ্গাইল জেলা সমন্বয়ক প্রফেসর আকবর আলী, শেরপুর জেলা সমন্বয়ক মো. ইমামউদ্দিন মিয়া, জমালপুর জেলা সমন্বয়ক হাফেজ খলিলুর রহমান প্রমুখ।

জেবেল রহমান গাণি বলেন, দেশের গ্রাম অঞ্চলের শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থাকে বিনষ্ট করার জন্যই সরকার এই নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন, বাক-ব্যক্তি স্বাধীনতা, জনগণের নিরপত্তা, এই ফ্যাসিবাদী সরকারের শাসনামলে সব হারিয়েছে জনগণ। তাই সময় এসেছে সরকারের বিরুদ্ধে নতুনভাবে প্রস্তুতি নিয়ে গণআন্দোলন গড়ে তোলার।

তিনি বলেন, আওয়ামী লীগের পেশিশক্তি ও সন্ত্রাসের কাছে গোটা জাতি যেখানে জিম্মি হয়ে আছে, সেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে বিশ্বাস করি না।

দেশের এ পরিস্থিতিতে গণতন্ত্র আরও বিপন্ন হবে এবং সরকার একদলীয় বাকশালের শাসন পরিপূর্ণভাবে জাতির কাঁধে চাপিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।