ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

পাবনায় আ.লীগ কর্মীকে কোপালো যুবলীগ কর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, ডিসেম্বর ১, ২০১৫
পাবনায় আ.লীগ কর্মীকে কোপালো যুবলীগ কর্মী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনা সদর উপজেলায় নাজমুল হোসেন আঙ্গুর (৫০) নামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছেন যুবলীগ কর্মী মামুন ও ‍তার লোকজন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার  বিল ভেদুরী গ্রামে এ ঘটনা ঘটে।



নাজমুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে রওনা হন স্বজনেরা।

আহত নাজমুল পাবনা পৌর এলাকার নুরপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে।

নাজমুলের ভাই অ্যাডভোকেট সুজা উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে নাজমুল  এক আত্মীয়ের নামাজে জানাজায় অংশ নিতে বিল ভেদুরী গ্রামে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে লোকজন নিয়ে তার ওপর হামলা করেন স্থানীয় যুবলীগের কর্মী মামুন।

এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে নাজমুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, নাজমুলকে ঢাকায় নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।