ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

মুক্তাগাছায় তিন জামায়াত নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, ডিসেম্বর ২, ২০১৫
মুক্তাগাছায় তিন জামায়াত নেতা আটক

ময়মনসিংহ: নাশকতার আশঙ্কায় ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।



আটককৃতরা হলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা বদরুল আলম ও জামায়াত নেতা মেহেদী হাসান।

ওসি জানান, মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভোররাতে মুক্তাগাছার পায়ারকান্দি এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল এই জামায়াত নেতারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।