ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কাটলো শিবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কাটলো শিবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলামের (২৮) পায়ের রগ ও ঠোঁট কেটে দিয়েছে শিবির ক্যাডাররা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার জেলা জামায়াত কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটনো হয়।



জেলার চকরিয়া উপজেলার কাকারা এলাকার নজিবুল ইসলামের ছেলে আহত রাজিবুল ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যায় শহরের হাসপাতাল সড়কের জাহাঙ্গীর মেসের সামনে থেকে ছাত্রলীগ নেতা রাজিবকে ধরে কক্সবাজার জেলা জামায়াতের ক্যার্যালয়ে নিয়ে যায় শিবির ক্যাডাররা। সেখানে তাকে মারধর করে ডান পায়ের রগ ও ঠোঁট কেটে দেওয়া হয়। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রাজিবকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস বি শর্মা জানান, রাজিবের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা, গাল ও পায়ে গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জানান, এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে জেলা জামায়াত কার্যালয়ে ভাঙচুর করা হয়।

পরে ছাত্রলীগের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম রুবেল জানান, কক্সবাজার সরকারি কলেজ শিবিরের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম ও শিবির ক্যাডার জাহেদুল করিমের নেতৃত্বে রাজিবের ওপর এ হামলা চালানো হয়।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।