ঢাকা: বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, একে একে প্রত্যেকের বিচার হবে। এ কাজে বাধা দিয়ে পাকিস্তান কোনো প্রকার ষড়যন্ত্র করলে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শনিবার (০৫ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিব সেনা ঐক্য লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
চুমকি বলেন, পাকিস্তান যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে প্রমাণ করেছে তারা নিজেরা এখনও যুদ্ধাপরাধী। এই দেশটি কোনো প্রকার ষড়যন্ত্র করে তাদের (স্বাধীনতাবিরোধীদের) বাঁচাতে পারবে না।
বরং বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে কিনা তা এখন চিন্তার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি এইচ এম আসাদ। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. লুতফর রহমান মোল্লার পরিচালনায় এতে অংশ নেন আওয়ামী নেতা এমএ করিম ও এমএ গফুর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এএসএস/ওএইচ/আইএ