ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী প্রচার লীগের নতুন কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আওয়ামী প্রচার লীগের নতুন কমিটি

ঢাকা: বাংলাদেশ আওয়ামী প্রচার লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আওয়ামী যুবলীগের সদস্য এফবিসিসিআই’র পরিচালক শেখ ফজলে ফাহিমের উপস্থিতিতে শনিবার (০৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ কমিটি ঘোষণা করা হয়।



শেখ ইকবালকে সভাপতি ও মুজিবুল হক বাদলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

কমিটিতে রয়েছেন, অ্যাডভোকেট হামিদুল আলম চৌধুরী নিউটন, সিরাজুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, মনসুর আলী খান, এজাজ আহমেদ পান্না, নুরুল আলম মজুমদার, মোয়াজ্জেম হোসেন পলাশ, বিএম সাইফুল ও নুরুন নবী ভুট্টু।

অনুষ্ঠানে শেখ ফজলে ফাহিম বলেন, প্রচারের ভাষা যেন ইউনিভার্সাল হয়। প্রটোকল ফলো করতে হবে। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। কিন্তু পঁচাত্তর পরবর্তী শেখ হাসিনা ও শেখ রেহেনার উপর সব সময় জীবনের হুমকি ছিলো।

আওয়ামী প্রচার লীগের অ্যাডহক কমিটির সভাপতি হামিদুল আলম চৌধুরী নিউটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদুর রহমান।

তিনি বলেন, এ কমিটির কাজ হবে আওয়ামী লীগ তথা সরকারের উন্নয়ন প্রচার।

আওয়ামী প্রচার লীগ ঢাকা মহানগরের সাবেক সভাপতি শেখ ইকবাল, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মজিবুল হক বাদল, এজাজ আহমেদ পান্নাও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমআইএইচ/এএসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।