ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
‘গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ফাইল ফটো

ঢাকা: ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।



শনিবার (০৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিনন্দন জানান।  

বিবৃতিতে তিনি বলেন, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশির দশকে দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী ছাত্র-শ্রমিক গণআন্দোলনে আত্মাহুতিদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাদের রুহের মাগফেরাত কামনা করি।  

‘১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে সূচিত হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের পুনঃপথচলা। এই দিনে গণতন্ত্রের শত্রুরা পরাজিত হলেও নতুন আবরণে তারা শাসকগোষ্ঠীর সঙ্গে একজোট হয়েছে। ’
 
মির্জা ফখরুল বলেন, ‘দেশের গণতন্ত্র এখন নামে বেনামে একদলীয় ফ্যাসিবাদের থাবায় বিপর্যস্ত। ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরংকুশ করার জন্য আজ ক্ষমতাসীনরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার খেলায় মত্ত। ’

‘অতীত থেকে শিক্ষা নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আবার বন্দি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রামে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আজ কোনো বিকল্প নেই,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।