ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আমরা স্বৈরশাসক চাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
‘আমরা স্বৈরশাসক চাই’ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

ঢাকা: ‘জেলে বসে পাঁচ পাঁচটি আসনে একানব্বই সালে নির্বাচিত হয়েছিলেন। অষ্টম সংশোধনী বাতিলকারী বিচারপতিকে প্রধান বিচারপতি করেছিলেন।

এরপরও এরশাদ সাহেব যদি স্বৈরাচার হন আমরা স্বৈরশাসকই চাই। ’

রোববার (০৬ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।

৬ ডিসেম্বর জাতীয় পার্টি (জাপা-এরশাদ) ঘোষিত ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিস বলেন, ‘পত্র-পত্রিকায় এরশাদ সাহেবকে নিয়ে যা লেখা হয় তার সঙ্গে বাস্তবের মিল নেই। তাকে স্বৈরাচার বলা হয়, কিন্তু তিনি জোর করে ক্ষমতা দখল করেননি। ’

‘বিচারপতি সাত্তার সাহেব সরকার চালাতে ব্যর্থ হয়ে তার (হুসেইন মুহম্মদ এরশাদ) হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ’

‘ক্ষমতা গ্রহণের মাত্র দুই বছর পরই এরশাদ ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন,’ আলোচনা সভায় দাবি করেন তিনি।

‘জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে’ এমন দাবি করে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিস বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দল গঠনের পর থেকে দেশে অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনে আমরা অংশ নিয়েছি। ’
জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘন্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এইচআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।