ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাদশাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
বাদশাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফজলে হোসেন বাদশা / ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে ওয়ার্কার্স পার্টি।



দলটির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পলিটব্যুর সদস্য আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রীয়  নেতা মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী প্রমুখ।

অপরদিকে, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে একই সময় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দলটির ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জাহির চন্দন, বিকাশ সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমআইকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।