ঢাকা: পৌরসভা নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে বৈঠক আহ্বান করেছে কেন্দ্রীয় ১৪ দল।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
১৪ দল সূত্র জানায়, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচন প্রসঙ্গে আলোচনার জন্যই এই সভা আহ্বান করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিক দলগুলো ইতোমধ্যেই দলীয় মেয়র প্রার্থী মনোনয়ন দিয়েছে। পৌরসভা নির্বাচন দলীয়ভাবে হওয়ায় ১৪ দলের শরিকরা চায় জোটগতভাবে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে। তবে আওয়ামী লীগ এ নির্বাচন এককভাবেই করতে চায়।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে সমঝোতার মাধ্যমে শরিকদের কোনো কোনো পৌরসভা ছেড়ে দেওয়া আওয়ামী লীগের জন্য অত্যন্ত কঠিন। নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দেওয়া নিয়েই হিমশিম খেতে হচ্ছে আওয়ামী লীগকে। এই পরিস্থিতিতে দল মনোনীত প্রার্থীকে বসিয়ে শরিকদের পৌরসভা ছেড়ে দেওয়ার সুযোগ নেই বলে নেতারা মনে করছেন।
এছাড়া আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায়ও এককভাবেই এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব বিষয়েই ১৪ দলের সভায় আলোচনা হবে বলে জানা গেছে।
এ সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসকে/এমজেএফ