ঢাকা: গত ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
রোববার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘প্লেস ড্যু নেশন’ এ তিনি নিহতদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কারেন ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
প্যারিস হামলার নিন্দা জানিয়ে হাছান মাহমুদ বলেন, বর্তমান বিশ্ব আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে আক্রান্ত। সন্ত্রাসবাদ মরণঘাতী ক্যান্সারের মতো পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা মানবতা ও সভ্যতার শত্রু। এদের কোনো ধর্ম নেই, বর্ণ নেই। তাই সমগ্র পৃথিবীর শান্তিকামী মানুষকে আহ্বান জানাবো সবাই যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এদের প্রতিহত করে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএ