ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিকভাবে মাইলফলক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিকভাবে মাইলফলক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিকভাবে  স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক।

সোমবার (০৭ ডিসেম্বর) সকালে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



ফারুক বলেন, রাজনৈতিক দলের মনোনীত ব্যক্তিরা নির্বাচিত হয়ে যেমন সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন, পাশাপাশি নিজ নিজ দলের কাছেও জবাবদিহি করতে বাধ্য থাকবেন।

একইসঙ্গে রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়া প্রতিনিধিরা তৃণমূল থেকে নির্বাচিত হওয়ার কারণে নিজেকে জনগণের সেবক ভাবতেও বাধ্য থাকবেন বলে মন্তব্য করেন তিনি।

সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে জয়লাভের লক্ষ্য নিয়ে প্রেসিডিয়াম সদস্যদের আহ্বায়ক করে ২৪টি নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করা হয়। কমিটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিম ও স্থানীয় শাখাগুলোকে সম্পৃক্ত করে ১৩ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত যুবলীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয়।
 
মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এসময় সভায় ‍অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন আহমেদ মহি, মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এমআইকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।