গোপালগঞ্জ: সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা গড়ার দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, মেধাবী ছাত্রদের ছাত্রলীগের রাজনীতিতে আসতে হবে।
রোববার (৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে উপজেলা ছাত্রলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে যারা মন্ত্রী, সংসদ সদস্য হয়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা অধিকাংশই ছাত্রলীগ থেকে এসেছেন। তাই শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের প্রথমদিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহরিয়ার বিপ্লবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, আওয়ামী লীগ নেতা আশরাফ আলী আশু, হাফিজুর রহমান লেবু, কাজী ওহিদ, শফিকুজ্জামান সবুজ, উপজেলা যুবলীগের সভাপতি জহির হাসান টিটো ও সাধারণ সম্পাদক সালাউদ্দীন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসআর