ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, জানুয়ারি ৬, ২০১৬
বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বগুড়া: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকায় বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত নেতাকর্মীরা।
 
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে জামায়াতের বগুড়া শহর শাখার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।



তবে মিছিল ও সমাবেশে কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ১২টার দিকে বগুড়া শহর শাখার উদ্যোগে শহরের খান্দার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
 
সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, আদর্শের রাজনীতিতে জামায়াতকে মোকাবেলা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। আর সেই রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে দলের শীর্ষ নেতাদের ‘হত্যার’ মাধ্যমে জামায়াতকে নেতৃত্বশূন্য করতে চায় বর্তমান সরকার।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।