ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মধুপুরে ঝটিকা মিছিল থেকে ২ শিবির কর্মী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৪, জানুয়ারি ৭, ২০১৬
মধুপুরে ঝটিকা মিছিল থেকে ২ শিবির কর্মী আটক ছবি: প্রতীকী

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ঝটিকা মিছিল থেকে রুবেল (২৪) ও আল আমিন (২২) নামে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।  
 
বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের নতুন বাজার হাটখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
রুবেল পৌর এলাকার জোয়াহের আলী তালুকদারের ছেলে ও আল আমিন জোয়াদ আলীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুদ্ধাপরাধ মামলায় মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের ডাক দেয় জামায়াত। হরতালের পক্ষে মধুপুরে জামায়াত-শিবির হাটখোলা এলাকা থেকে মিছিল বের করে।  
 
খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও রুবেল ও আল আমিনকে আটক করে পুলিশ।
 
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) শহিদুল আলম দুই শিবির কর্মী আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।