ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর জেলা জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
মেহেরপুর জেলা জামায়াত নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হুসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তার গ্রামের বাড়ি আমদহ থেকে গ্রেফতার করা হয়।



মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৫ জানুয়ারি) সদর উপজেলার আমদহ গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। ওই ঘটনায় গ্রামের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে ফারুককে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও ২০১২-১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতার ঘটনার কয়েকটি মামলার আসামি তিনি। তিনি নাশকতার মামলাগুলোতে জামিনে রয়েছেন।

শনিবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।