ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

পঞ্চগড়ে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জানুয়ারি ১০, ২০১৬
পঞ্চগড়ে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১০ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের।



এ সময় অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

পরে সরকারি অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির সভাপতি রোজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহাম্মেদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী, জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুবসংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়া ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা।

আলোচনা সভা শেষে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং জেলার নতুন কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।