ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুরাতন নেতৃত্বে পঞ্চগড় জাপার নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
পুরাতন নেতৃত্বে পঞ্চগড় জাপার নতুন কমিটি

পঞ্চগড়: দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলন করে পুরাতন নেতৃত্ব বহাল রেখেই পঞ্চগড় জেলা জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে সম্মেলন শেষে নতুন কমিটির শীর্ষ তিন নেতার নাম ঘোষণা করা হয়।



এতে আগের কমিটির সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আবু সালেক ও সাংগঠনিক সম্পাদক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা একই পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই তিন নেতার নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহাম্মেদ, জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুবসংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়া।

সম্মেলনে জেলার ৪৩টি  ইউনিয়ন, ৫টি উপজেলা, ৩টি পৌরসভাসহ জেলা জাপার সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সালেক বাংলানিউজকে বলেন, পরে ১১১ সদস্য বিশিষ্ট জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।