ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জানুয়ারি ১১, ২০১৬
অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক

ঢাকা: সাভারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে, হজরত আলী নামে এক বিএনপি নেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) সাভারের আমিনবাজার থেকে পুলিশ তাকে আটক করে।

আটক আলী আমিনবাজার এক নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, আমিনবাজারের চাঁনপুর এলাকায় বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নামে বিএনপি’র এ নেতা কয়েক ল‍াখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তদন্ত করে সকালে তাকে আটক করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, আটক বিএনপি নেতার নামে থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।