ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

ঠাকুরগাঁওয়ে মির্জা ফয়সল বেসরকারিভাবে নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ঠাকুরগাঁওয়ে মির্জা ফয়সল বেসরকারিভাবে নির্বাচিত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে ১৯ হাজার ১৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী তহমিনা আখতার মোল্লা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৭৪৪ ভোট।

 

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৮টা তেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে ৩০ ডিসেম্বর এ পৌরসভার ২১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮টির ফলাফলে ৪ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি পেয়েছিলেন ১৬ হাজার ৩২৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী তহমিনা আখতার মোল্লা ১১ হাজার ৬৫১ ভোট পেয়েছিলেন।

কেন্দ্র তিনটির মধ্যে ঠাকুরগাঁও সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক ইনস্টিটিউট বিএনপি প্রার্থী পেয়েছে ১ হাজার ২৯২ ও নৌকা প্রতীকের প্রার্থী ৫১৪ ভোট পেয়েছেন। গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ ৬৫৩ ও নৌকা ২২৮ ভোট এবং ৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের পুরুষ কেন্দ্রে ধানের শীষ ৯১০ ও নৌকা প্রতীকে ৩৫১ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।