ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

নগরকান্দায় খাদিজা ও লিয়াকত কাউন্সিলর নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, জানুয়ারি ১২, ২০১৬
নগরকান্দায় খাদিজা ও লিয়াকত কাউন্সিলর নির্বাচিত

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচনের স্থগিত হওয়া ভোট কেন্দ্রে পুনঃভোটে সংরক্ষিত কাউন্সিলর পদে খাদিজা ও সাধারণ কাউন্সিলর পদে লিয়াকত নির্বাচিত হয়েছেন।

পৌরসভার ২নং ওয়ার্ডের মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।



এ ভোট কেন্দ্রে ১ হাজার ৬৭ ভোটারের মধ্যে ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে খাদিজা বেগম ১,২ ও ৩নং ওয়ার্ড মিলে কাঁচি প্রতীক নিয়ে ১ হাজার ১৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরিন সুলতানা আঙ্গুর প্রতীকে পেয়েছেন ৮২৯ ভোট।

সাধারণ কাউন্সিলর পদে উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত হোসেন উট প্রতীক নিয়ে ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ পেয়েছেন ২৪১ ভোট।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরকেবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।