ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্ত ড. মোশাররফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
জামিনে মুক্ত ড. মোশাররফ ড. খন্দকার মোশাররফ হোসেন

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।



কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বুধবার দুপুরে ড. খন্দকার মোশারফ হোসেনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়।

পরে যাচাই-বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কারাফটকে ড. খন্দকার মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।