ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জামিন পেয়ে খালেদার বাসায় মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, জানুয়ারি ১৩, ২০১৬
জামিন পেয়ে খালেদার বাসায় মোশাররফ ড. খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
 
বুধবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় দুই ছেলে খন্দকার মাহবুব হোসেন ও খন্দকার মারুফ হোসেনকে সঙ্গে নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসায় যান তিনি।


 
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ খালেদা জিয়ার বাসায় যান।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসায় গিয়ে দলীয় প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান খন্দকার মোশাররফ হোসেন।
 
পৌনে ২ বছর পর দলের বর্ষীয়ান নেতা খন্দকার মোশাররফ হোসেনকেও সাদর সম্ভাষণ জানান খালেদা জিয়া। কুশলাদি বিনিময়ের পাশাপাশি তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন খালেদা জিয়া।
 
এরআগে খন্দকার মোশাররফ হোসেনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী সদস্য শামা ওবায়েদ ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
 
২০১৪ সালের ১২ মার্চ দুনীর্তি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় গুলশানের বাসা থেকে গ্রেফতার হন খন্দকার মোশাররফ হোসেন। বুধবার কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
 
বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এজেড/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।