ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ড. আর এ গণি’র মৃত্যুতে খালেদা ও ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৮, জানুয়ারি ১৫, ২০১৬
ড. আর এ গণি’র মৃত্যুতে খালেদা ও ফখরুলের শোক খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি'র চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।



শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআই/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।