ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা সভা সোমবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, জানুয়ারি ১৭, ২০১৬
জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা সভা সোমবার

ঢাকা: ১৯ জানুয়ারি বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি, সোমবার বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দলটির কেন্দ্রীয় নেতা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ১৯ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১০টায় তার কবরে পুস্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।